না করেও বিয়ে তারা
মস্তি করে যায়;
ঐ সরকারি সব অনুদানে
ঢাক ঢোল পিটায়।


বিয়ে করার প্রয়োজন নাই
পুলিশ আছে সাথে;
কোন অসুবিধা হলে পরেই
তুলবে ধরে মাথে।


ন্যায় অন্যায় কিসের আবার
আমরাই তো সব;
মন্ত্রী আমলা যাহাই করবে
তাহাই ন্যায়ের রব।


জানতে হবে শিখতে হবে
সবাইকে আজ তাই;
মন্ত্রীর মাথা যাহাই বলবে
উল্টাবার কেহ নাই।


শিক্ষিত আর অশিক্ষিতের তফাৎ
হয় চেতনা দিয়ে;
অশিক্ষিত আর সেই অচেতনরাই
নিচ্ছে দখল করে।


তারাই মন্ত্রী তারাই আমলা
ওই শিক্ষিতরা কোথায়?
রাজনীতিটা শুয়োরের খোয়ার
প্রকাশ তাঁদের কথায় ।


সমাজ ছাড়া মানুষ হয়ে
আজ শিক্ষিতরা বসে;
তাই অশিক্ষিত এমপি এমএলেরা
চালায় রাষ্ট্র রসে।


ক্ষমতা দুর্বৃত্তদের হাতে পড়ে
আজ সমাজ এলোমেলো;
বি এ, এমএ পাস করেও কেন
সমাজ রসাতলে গেল।


তাইতো বলি ওরে চেতন
ধরো সমাজের হাল;
ঐ অচেতনদের সরিয়ে দিয়ে
ছড়াও চেতনার জাল।


তবেই মানুষ সুখী হবে
শান্তি আসবে দেশে;
শিক্ষার আলো পৌঁছে দিলে
বাঁচবে মানুষ শেষে।


এই রাজনীতিটা অচ্ছুৎ নয়
এটা মনুষ্যত্বের কাজ;
সমাজ স্বচ্ছ সুন্দর করতে হলো
চালাও ন্যায়ের রাজ।


২২ শে কার্তিক,১৪২৯,
ইং ১১/১১/২০২২,
শুক্রবার বেলা ১:১৬। ১৮২৪, ১২/১১/২০২২।