যতটুকু তুমি এগোবে ভেবেছ ,
                        পিছতে হবে  তত ;
কালের গতিতে বাঁধা সংসার ,
                       নিয়ম রয়েছে শত ।


কেউ ভেবেছে এগিয়ে গেলাম ,
                     শত যোজনের পথ ;
মহাশূন্যের ঘূর্ণাবর্তে ,
                  দাঁডিয়ে তোমার রথ ।


যেথায় শুরু, সেথায় শেষ,
                   ভেবেছ কভূ কি তাই ;
নিত্য-অনিত্য হৃদয় মাঝারে,
                    ভূলিয়া যেওনা ভাই ।


প্রভাতে সূর্য্য উদয় হলে ,
                বিকালে অস্ত যাবে ;
নিয়মের ফাঁদে বাঁধা সংসার ,
              জীবনে জন্ম-মৃত্যু রবে ।