নীল আঁচলে ঢাকা নীলাচল
আহা অপূর্ব তার রূপ!
দেখি বসে বালুকা বেলায়
ঐ জ্বালায়ে চেতনার ধূপ।


প্রভাত রবি অস্ত রবি
খেলে তাঁহার সাথ;
অপূর্ব সেই দৃশ্য রাজি
কাটে স্বপ্নের মত রাত।


জল তরঙ্গের শব্দ শুনি
ফেনিল রূপ লহরি তাঁর;
ওই দৃশ্যপটে ভেসে ওঠে
সকল রূপ লাবণ্য যার।


মন ভরে যায় তৃপ্তির ছায়ায়
অপলকে দেখি তারে;
নীলাচল যেন আবিষ্ট করে
মন্ত্রমুগ্ধ বিস্ময় অন্তরে।


১৬ই আষাঢ়, ১৪৩০,
ইং ০২/০৭/২০২৩,
রবিবার বেলা ১১:৪২। ২০৫৯, ০৫/০৭/২০২৩।