ভালো-মন্দ বোঝে না কিছুই
আঘাত লাগলেই বিশ্বাসে
কেউটের মত ফোঁস করে ওঠে
রাগ প্রকাশে নিঃশ্বাসে।


বিচার বুদ্ধি লোপ পেয়ে যায়
থাকেনা হিতাহিত বোধ;
আবার এরাই বলে আমরা মানুষ
ওরা নেবেই প্রতিশোধ ।


রক্ত ঝরায় প্রাণ কেড়ে নেয়
ত্রিশূল বল্লম দিয়ে;
গোষ্ঠীর স্বার্থে, ধর্ম বর্ণের স্বার্থে
বোমা পিস্তল নিয়ে।


দাউ দাউ করে আগুন জ্বালায়
পোড়ে কত ঘর-বাড়ী;
ওঠে হেরেরেরে রব, পশু ওরা সব
পালায় মানুষ গৃহ ছাড়ি।


সর্বহারার কাটে ওই দুঃসহ জীবন
নিগৃহীত হয় নিরাশ্রয়;
স্বার্থ, অর্থের লোভ  কত ভয়ংকর
থাকে শাসকের প্রশ্রয়।


পথে-ঘাটে ঐ কত অসহায় জীবন
অকালেই ঝরে যায়;
তাতেই আনন্দ, থাকে না ভালো-মন্দ
নেয় না কেউ দায়।


ওরা করে শুধুই আহা উহু
লোক দেখানো কাজ;
এই মনুষ্যবোধ নাই যে ওদের
এইতো পশুর রাজ ।


২৯শে পৌষ, ১৪২৯,
ইং ১৪/০১/২০২৩,
শনিবার রাত ১২:৩২। ১৮৯৫, ২২/০১/২০২৩।