ভয়ে ভয়ে নেশা আসে,
        ভয়ে ভয়ে যায়;
জীবনের সেই প্রথম ভাগে,
       নেশা ছিল কল্পনায়।


ভালবাসার নেশা সেই,
        প্রেমের কলিতে ফোটে;
অলি, ফুল, নেশা ভরে,
           এক সাথে জোটে।


ফুল ছাড়া অলি যেন,
             পাগল উন্মাদ;
প্রেম যে জন্ম-মৃত্যু,
           জগতে প্রবাদ।


তুমি ছাড়া আমি নই,
           জন্ম-মৃত্যু সম;
তোমার মাঝে আমি আছি
           নেশা সেই মম।


৩১শে আষাঢ়, ১৪২৪,
ইং ১৬/০৭/২০১৭,
রবিবার, দুপুর ১২টা।