আমার এই কথাগুলো বুঝি-বুঝিবে না কেহ
নয় অক্ষয় হবে ক্ষয় আমাদের নশ্বর দেহ।
জন্ম থেকে চলিতে চলিতে ওই জীবনের পথে
বেঁধেছি নিজেরে নানান ভাবে আর নানান মতে।
আষাঢ়ের পরে আসে শ্রাবণ এই জগত ভাসাতে
বৃষ্টি ধারায় নিজেরে হারায় শুধুই  হৃদয় হাসাতে।
আবার হাসির শেষে দুঃখ আসে ভাবনা নাশে
তবুও আমরা থাকি সবাই সেই সুখের আশে।
এই জন্ম মৃত্যু দেখি আমরা হাসি কান্নার খেলা
সময় এলো সময় গেলো সবার শেষ হোল বলা।
অথৈ সাগরে ডুবু ডুবু ওই কথা বলে না কেউ
ওই গায়ে এসে লাগছে দেখি মহাসমুদ্রেরঢেউ।
সময় থাকেনা কেহ বলেনা কে নেবে কাহার ভার?
আমার ধর্ম আমার কর্ম সবই যে শুধুই আমার।
হেরে যাই শেষে অসমাপ্ত রেখে অজানার দেশে
ধরার পাতায় স্মৃতি হয়ে থাকে সবই  অবশেষে।


১লা শ্রাবণ, ১৪২৯,
ইং ১৮/০৭/২০২২,
সোমবার সকাল ৭:১৯। ১৭৪৪, ১৯/০৭/২০২২।