নানান পথে নানান মতে
মানুষকে নেশার ঘোরে রাখে;
পূজা পার্বণ নিয়ে মানুষ
দেখি অর্ধ চেতন থাকে।


মিথ্যা দেখি ওই যুক্তি-তর্ক
আর মিথ্যা চেতনা বোধ;
সত্য ঢাকে মিথ্যায় তাই
কেউ পারেনা করতে রোধ।


মানুষ আর মানবতার কাছে
কঠিন প্রশ্ন রাখতে চাই;
মানুষ বড় না ধর্মমত বড়
হবে নাকি সত্যের যাচাই?


সং সেজে  মনের পরে
তারা যে প্রভাব ফেলে;
তাহাই চিরস্থায়ী রূপ নেয়
মরি বিভেদ জ্বালায় জ্বলে।


কেউবা বলি আল্লাহ রাসূল
বলি ওই কেউবা ভগবান;
কেউবা ঈশ্বরের নামে শপথ করে
রাখে না তার মান।


৬ ই ফাল্গুন, ১৪২৯,
ইং  ১৯/০২/২০২৩,
রবিবার বেলা ১১:৩২। ১৯২৪, ২০/০২/২০২৩।