নব চেতনার ভাবনাগুলো-
        ছড়িয়ে পড়ুক দেশে দেশে;
আর যেন না- দাড়ায়ে থাকে,
         গোপন কোন ছদ্মবেশে।


অন্ধকারের গোপন কথা-
       আলোর সাথে হলে দেখা;
নতুন রূপে শক্তি পাবে,
      হৃদয় মাঝে রইবে লেখা।


ঝড় হাওয়ায় উড়িয়ে নেবে,
        বন্ধঘরের অন্ধ কালো;
চকিতে সব উঠবে জেগে,
      রুদ্ধদ্বারের নবীন আলো।

বিদ্যুতের ঐ ঝলক দেখে,
      মেঘ নামাবে বৃষ্টিধারা;
পচাগলা ভাসিয়ে নেবে,
       মুক্ত হবে বন্ধকারা।


মোদের বিশ্ব উঠুক জাগি,
      পরাণ হরা সুরের লাগি;
ক্ষুব্ধ হৃদয় শান্ত হবে,
      ভালবাসার সঙ্গিত মাগি।


১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ৩রা জুন, ২০১৭,
শনিবার, ভোর ৬টা।