ওই মুঠোফোনে বন্দী আজ
শৈশব কৈশোর যৌবন;
পারেনা তাঁরা  ছুটতে খেলতে
ধ্বংসের পথে মৌ বন।


কত হাসিখুশি এই ধরণীটা
নরক জ্বালায় ভুগছে;
জ্ঞানীগুণী সকলেই দেখছি
মনের ব্যথায় ধুঁকছে।


ব্যবসায়ী আর মদদাতা সরকার
যৌবনকে করছে বিপথগামী;
নীলছবির ভিডিও আর দুরেক্ষণ
দেখায় সারা দিনযামি।


ধর্মের নেশায় ডুবে আছে
সমাজের বয়স্ক বৃদ্ধরা;
হচ্ছে কর্মহীন দেশের মানুষ
কেমনে বাঁচবে তাঁরা?


দেখি অন্ধকারে ঢাকছে জগত
চলছে একই ধারা;
ব্যক্তি স্বার্থে ক্ষমতার লোভে
শাসক শোষক ওরা।


ওই মুঠো ফোনকে অস্ত্র করে
চলছে এখন লড়াই;
আজ শিক্ষাদিক্ষা উচ্ছন্নের পথে
এসো প্রতিরোধে দাঁড়াই।


না হলে প্রজন্মান্তর ধ্বংস হবে
ধ্বংসের মুখে বিশ্ব;
এবার হতেই হবে আমাদেরকে
বিশ্ব মিত্রের শিষ্য।


২১শে মাঘ, ১৪২৯,
ইং  ০৫/০২/২০২৩,
রবিবার বেলা ১১:৫১। ১৯১০, ০৬/০২/২০২৩।