মুক্তি মেলে যুক্তি দিয়ে
শুক্তি খুঁজে পাবে;
প্রাণহীনের প্রাণের কথা
ভাঁওতাই যে হবে।


জগৎ জুড়ে মাথার পরে
ধর্মের নামাবলী;
ধর্মের নামে নানান ভাবে
হচ্ছে মানুষ বলি।


ধর্মের মাথা জগতে যারা
করেছে প্রচার মতবাদ;
আমরা মানুষ গ্রহণ করেছি
দিয়ে গুরুর অপবাদ।


যারা সত্যিকারের সাধক ছিল
সাধনার ওই ফল;
আমরা মানুষ ব্যক্তি স্বার্থে
পাকিয়েছি নানান দল।


হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান
খুঁজি নাই যুক্তি দিয়ে;
চলবে মানুষ নানান পথে
কেবল মানবতা নিয়ে।


হিংসা দ্বেষের কি প্রয়োজন
বলতে পারো তুমি?
মানুষ আর মানবতাই আসল
এই ভূমন্ডলে শুনি।


এই জগতে হিংসা করলে
ধ্বংস হবে সব;
দেখো চেয়ে ঐ চারিদিকে
শোনো কান্নার রব।


কোথাও দেখি বরফের ঝড়
কোথাও ভাসছে বন্যায়;
কোথাও ঘূর্ণিঝড়, কোথাও ভূকম্পন,
ধ্বংসের কথা কয়।


তবু চলছে ওই যুদ্ধবিগ্রহ
আর হিংসার হানাহানি;
ক্ষমতার লোভ, আধিপত্যের লোভ,
এটাই বর্তমানের গ্লানি।


২৯ শে মাঘ ,১৪২৯,
ইং ১৩/০২/২৯২৩,
সোমবার রাত ১১:৫১।১৯১৮, ১৪/০২/২০২৩।