মুক্তির আনন্দে মাতোয়ারা মোরা,
           মুক্তি বারে বারে চাই;
মুক্তির পথে হাঁটতে গিয়ে,
            সেই বন্ধনে মেলে ঠাই।
           মোরা মুক্তি কোথা পাই।।


মাতৃ জঠর, মুক্তির পরে,
              মুক্ত ধরণীতে আসি;
ধরণীর বুকে শত-সহস্র,
              বন্ধনে নিজেকে বাঁধি।        
         এতো- জীবন তরণীর আধি।।


ভুলে যাই সেই মুক্তির কথা
             আর মনে পায় না ঠাই;
আনন্দ হিল্লোলে, হৃদয় উছলে,
        এবার চমকে চমকিত তাই।


     বন্ধন আর মুক্তি,
                হেথা ভাই ভাই;
     সহস্র বন্ধন মাঝে,
              মুক্তির আনন্দ পাই।