যারে আমি ফেলে এলাম
বাহ্য রূপে টাট্টিতে;
তারেই আবার তুলে নিলাম
আমার মুখের ভাষ্যিতে।


ভাবতে পারো আমি কেমন
ভুল করো না চিনতে;
আমার মত দুর্গন্ধ ফুল
দেখবে কত বৃন্তে।


স্বার্থের জন্য সবই পারি
নীতিবোধ সব ছাড়তে;
লজ্জাবোধ নাই যে মোটে
আমার ব্যক্তি স্বার্থে।


কেউ বলে অমানুষ আমি
মান হুঁশটা নাই;
ডান-বাঁ সব ভুলে গিয়ে
নিলাম কোথায় ঠাঁই?


নীতিহীনদের নীতি একটাই
ওই নীতিহীনদের খোঁজে
নীতিহীন ছাড়া আমার কথা
বলো কে বোঝে?


আমি যে তাদের মুখপাত্র
সত্য মিথ্যা বলি;
তরল গরল সবই খাই
ধ্বংসের পথে চলি।


২৬ শে আষাঢ়, ২৪২৯,
ইং ১১/০৭/২০২২,
সোমবার রাত১১:৫১। ১৭৩৭,  ১২/০৭/২০২২।