অনু পরমানু থেকে দেহের সৃষ্টি
                         তারপরে পথ চলা;
ঐ শেষের দিনে যায় ভেঙ্গে সব
              আবার অনু-পরমানু বলা।


ইলেকট্রন প্রোটনের শক্তির উপর
                        জীবন শক্তি নির্ভর;
সেই শক্তি পুনরায় ভেঙে গেলে
                     হয় জীবনের গরবর।


আমরা স্বর্গ বলি মর্তো বলি
                        বলি আত্মার কথা;
যদি সত্যিই তার অস্তিত্ব রবে
            পেতাম প্রিয়জনদের দেখা।


হাজার হাজার লক্ষ কোটি বছর
                         খুঁজছে সবাই তাই;
সেই আদি থেকে এই অন্ত পর্যন্ত
                     তার দেখা মেলে নাই।


এই দর্শনের কথা ভাবতে ভাবতেই
                             সময় চলে যাবে;
আর জগতের সবাই ওই নিস্পলকে
                             অনন্তে চেয়ে রবে।


৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং  ১৬/০৬/২০২৩,
শুক্রবাররাত ১০:৫২। ২০৪২, ১৮/০৬/২০২৩।