মৃত্যু বড় কঠিন -
এই জীবনে সময়  এলে পরে
সবাই যায় চলে ;
আমরা  কাঁদি হেথায় বসে
চোখের জল ফেলে।


ওই পূর্ণস্থান শূন্য হয়
বক্ষ খালি করে;
দিশেহারা হই আমরা
পাব কোথায় তারে?


শূন্যের পানে তাকিয়ে থাকি
যদি দেখা পাই;
মনের দুঃখ মনের কষ্ট
বুকেই লয় ঠাঁই।


মিথ্যা সব যখন ভাবি
শেষের দিনের কথা;
দম যেন ঐ বন্ধ করে
সজন হারানোর ব্যথা।


তবু মোদের থাকতে হবে
বুকে পাষাণ বেঁধে;
আর সত্যকে নিতে হবে
তুলে নিজের কাঁধে।


ঐ নিত্যদিন মৃত্যু দেখি
মোদের চারিপাশে;
তবু কেন আমরা থাকি
হিংসা দ্বেষের বাসে?


হও মুক্ত সকল থেকে
তবেই দুঃখ রবে না;
দর্শনের সেই আসল বাণী
কেউ ভুলে যেও না।


শ্রান্ত আত্মা শান্তি পাক
যেথায় থাকুক তিনি;
থাকবে সুখে তাঁহার কাছে
সকল দুঃখ জিনি।


৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং  ২২/০৫/২০২৩,
সোমবার বেলা ১২:৫০। ২০১৬, ২৩/০৫/২০২৩