যেন মনের আনন্দে সবাই
জীবনের তরী ভাসাই
গেয়ে প্রাণের গান;
ভালোবাসায় হেসে খেলে
দক্ষিনা মলয়ে দুলে
ধরে রাখি তান।

যে দুটোদিন আছি মোরা
যেন না আসে সেই খরা
শুষ্ক হৃদয় নিয়ে;
ওই প্রেমের রসেতে ভাসি
মুখে নিয়ে সেই হাসি
যেতে পারি সবারে বিদায় দিয়ে।

শূন্য রবে এই শূন্যস্থান
পূর্ণ হবেনা মান
কোন দিন কোন ভাবে;
আর শ্রদ্ধায় স্মরিবে সবাই
যদি মোরা পথ না হারাই
ইতিহাস হয়ে রবে।

শুধু অপেক্ষায় দিনক্ষণ
হবে শেষ জীবনের রণ
কোন এক শুভ মুহূর্তে;
যাবে উড়ে প্রান-পাখি
শূন্য খাঁচা হেথা রাখি
নিয়ম এটাই যে মর্তে।

২০ শে  চৈত্র, ১৪২৮,
ইং ২০/০৩/২০২২,
রবিবার সকাল ৯:৩৫।  ১৬২৫, ২১/০৩/২০২২।