সত্য তুমি মিথ্যার ভয়ে
কেন মুখ লুকায়ে থাকো?
রবির মত আঁধার ঠেলে
জগত আলোয় ভরে রেখো।


মিথ্যারা সব ক্ষমতার লোভ
ধরিত্রীকে করছে এলোমেলো;
হিংসা দ্বেষে ভরে দিয়ে
ওরাই ধ্বংস নিয়ে এলো।


মিথ্যা দিয়ে আর কতদিন
ওরা রাখবে ঢেকে ধরা?
মানুষ কি ওদের মানুষ বলে?
তবে ওদের মানুষ বলে কারা?


এই জগতে ওদের সংখ্যা
সত্যিই দেখি বড় কম;
তবে কেন বেশি সত্যের
থাকবে না সেই দম?


ব্যক্তি স্বার্থে মিথ্যা ছোটে
জগতে এটাই বাস্তব সত্য;
দুঃখ কষ্ট এত পেয়েও
মিথ্যা হয় না কেন ব্রাত্য?


১২ ই জ্যৈষ্ঠ,  ১৪২৯,
ইং ২৭/০৫/২০২২,
শুক্রবার সকাল ৬:৫৬।  ২৮/০৫/২০২২।