মাতা পিতার আনন্দের সৃষ্টি
এই আমরা তাঁদের সন্তান;
দুঃখ কষ্টে নানান ভাবে
বড় করে যত্নে প্রানের ধন।


কি পায় ওই মা বাবা
বড় হলে তারা?
দিক বিদিক শূন্য হয়ে
ছোটায় তাদের ঘোড়া।


মাড়িয়ে গেল কাদের দেহ
ফিরেও তাকায় না;
দৃষ্টি তাদের সম্মুখ পানে
কোথায় রইল বাবা-মা?


মায়ের মৃত্যুর শয্যায় বাবা ডাকে
আয়রে ফিরে ঘরে
মা যে তোরে দেখতে চায়
চোখে অশ্রু ঝরে।


বলছে ছেলে ফোনের মাঝে
বাবা ক্ষমা কর তুমি;
মায়ের মৃত্যুতে পারলাম না যেতে
তোমার মৃত্যুকালে থাকবো আমি।


শুনে পুত্রের আবেগের কথা
পিতা সইতে নারে;
সকল সম্পদ বিলিয়ে দিয়ে
পিতা আত্মহত্যা করে।


১৬ ই ভাদ্র, ১৪২৯,
ইং ০২/০৯/২০২২,
শুক্রবার দুপুর ১২:৩২। ১৭৯০, ০৫/০৯/২০২২।