বাঁচার জন্য বাঁচা
নইলে ফাঁকা খাঁচা।
ভাবতে কঠিন লাগে
মনের মধ্যে জাগে।


মরতে চায় যারা
বাঁচাবে তাঁদের কারা?
মনের হিম্মত বড়
তেমনি করে গড়।


বিপদ সংকুল পথ
কঠিন জীবন রথ।
সহজ করে চলা
যায় না কভু বলা।


তবু আমরা চলি
প্রাণের কথা বলি।
ভালোবাসাই শক্তি
থাকলে কাজে ভক্তি।


অহং বোধে ভয়
হবেই হবে ক্ষয়।
সার্বিক চেতনায় জয়
এটা মানুষের পরিচয়।


৩০ শে কার্তিক,১৪৩০,
ইং ১৭/১১/২০২৩,
শুক্রবার সকাল ১০:৫২। ২১৯৩, ১৯/২৪৪, ২০/১১/২০২৩।