মানুষের কথা মানুষের ব্যথা
বলতেই লাগে ভয়;
চারিদিকে আজ যাদের দেখি
তারা তো মানুষ নয়।


হিংসা রোষে মরিছে শুষে
মরুভূমি করে দেয়;
ফুল ফল আর তৃপ্তির কথা
সকলি শুকায়ে যায়।


গনগনে আগুন জ্বলছে দিগুন
গলছে পাথর দেখো;
নৃশংস ওদের আচার-আচরণ
কেন তাই আজ শেখো?


ধ্বংসের প্রতীক ওরা সেই মানুষ
সৃষ্টির যন্ত্রণা বোঝেনা;
মায়ের গর্ভে বড় হয়ে ও কেন
দেয় ঐ মাকেইম  যন্ত্রণা?


মান আর হুস হারায়ে বেহুশ
করে পশুত্বের আচরণ;
দেখে পশুরাও লজ্জা পাবে
এ কি মানুষের আভরণ?


সেই চেতন চিত্ত হারায়ে বৃত্ত
কোথায় মানুষের মন?
একটাই রব চারিদিকে সব
জিগির করিতে হনন।


ওরে মানুষ আন তবে হুশ
হারাস না মনুষ্যত্ববোধ;
বিবেক চেতনা প্রাণের বেদনা
আন পশুত্ব করিতে রোধ।


মনুষ্যত্বের কথা পশুত্বের কথা
এ কঠিন মূল্যবোধের লড়াই;
বিবেকের সাথে চেতনায় মিলে
এসো সবে মিলে ঘুরে দাঁড়াই।


তবেই যে সেই ভেদাভেদ ভুলে
হবে ওই মনুষ্যত্বের জয়;
শান্তির পথে ঐ জীবনের রথে
থাকিবে না আর ভয়।


১৩ই আষাঢ়,১৪৩০,
ইং ২৯/০৬/২০২৩,
বৃহস্পতিবার সকাল ৯:২৬। ২০৫৪, ৩০/০৬/২০২৩।