আমার ভালো লাগেনা মন্দির, মসজিদ, গির্জা,
সর্বত্রই কেমন যেন মরুভূমির মতো মরীচিকা।
ভাবি এইতো আছে এই তো নাই
তৃষ্ণায় বুক ফেটে গেলে মানুষরূপী ভগবান পাই।
গল্পের ঈশ্বর কিংবা ভগবান, আল্লাহ,
এই জগতে ওরা কেউ নাই;
মানুষ আছে, মানুষ রবে, মানুষের পাশে,
তাই মানুষ ছাড়া প্রয়োজন কাহারো নাই।


বিদ্যাবুদ্ধি আচার বিচার বলতে পারো কার দরকার
মনুষ্যত্ব মানবতা নিয়ে- মানুষ যে জন, তাঁর প্রয়োজন।
অমানুষ তো মানবতাহীন বন্য সে হবেই একদিন
অমানুষের দায় মানুষ বয় কাঁধে নিয়ে সকল ঋণ।
এইতো দেশ এইতো সমাজ পাখির চোখ রাজ্য রাজপাট
তাই পশুরা দেখায় পেশী শক্তি আর ওই ব্যক্তি ঠাটবাট।
চলতে পথে পিষে মারে সমাজের ওই দুর্বলেরে
বলতে পারো সমাজের এই পশুরা মানুষ হবে কেমন করে?
চুপটি করে থাকলে পরে দিনের পর দিন যাবে চলে
আর ক্রমে ক্রমে সমাজ ডুবে যাবে অন্ধকারের গভীর তলে।


জাগো সবাই জাগো এবার ঘুমিয়ে আর থেকো না
দৃষ্টি মেলে তাকিয়ে দেখো সইছে মানুষ কত যাতনা।
ব্যক্তি স্বার্থ হেরে যাবে সমষ্টি স্বার্থের ভাবনার কাছে
থেকোনা আর চুপটি করে সেই ক্ষমতা মানুষের আছে।


২০ শে ফাল্গুন, ১৪২৯,
ইং  ০৫/০৩/২০২৩,
রবিবার বেলা১২:২৩। ১৯৩৯, ০৭/০৩/২০২৩।