গীতা, কোরান, বাইবেল নিয়ে
       আছি আমরা মেতে;
সম্প্রদায়ের আর ওই সাম্প্রদায়িকতা
         দেইনা দূরে যেতে।


আমরা বলি আমরা মানুষ
      সত্যিই কি তাই?
পশুর পাশবিকতা ধারণ করে
      দেই মানুষ জবাই।


যে মতবাদ মানুষকে শেখায়
       হিংস্র হওয়ার কথা;
তাহা কখনো ধর্ম হতে পারে?
     এটাই মনুষ্যত্বের ব্যথা।


কথায় কথায় আমরা বড়
    অন্যকে ছোট করি;
মানুষনামের দাবি সত্যিই কি
     আমরা করতে পারি?


জ্ঞান ধর বলে মনে করি
       আসনটা দখলে রাখি;
ঐ ব্যক্তি স্বার্থ পূরণ করে
      মানবধর্ম রেখে বাকী।


ব্রাহ্মণ, পাদ্রী আর মৌলবী
   সমাজের ক্ষতিতেই ব্রতি;
ওই মতবাদকে জগতে আমরা
        কেমনে ধর্ম বলি?


জাগো বন্ধু জাগো ধর্মীয়মতবাদ
       ঝাঁটিয়ে বিদায় কর;
মানুষ নামের মানবতা নিয়ে
          গুণের ধর্ম ধরো।


এই প্রকৃতির ওই ইতিহাস
   যখন জানার চেষ্টা করবে;
তবেই ধর্ম মতের ভূল ত্রুটি
     হৃদয় তোমার ভরবে।


সকল ধর্মমত শান্তির পথ
      যারা খুঁজে পায়;
তারাই বন্ধু, তারাই মানুষ,
  আমাদের এই ধরায়।


১৬ ই শ্রাবণ, ১৪২৯,
ইং ০২/০৮/২০২২,
মঙ্গলবার সকাল ৭:৩২। ১৭৫৯, ০৩/০৮/২০২২।