ভুল বোঝা, বাদর নাচ,
এটাই আজ প্রীতি;
হিংসা বিদ্বেষ এই সমাজে
এটাই যেন রীতি।


ভাবতে গিয়ে অবাক হই
মানব বোধের কথা;
হায়রে প্রেম হায়রে প্রীতি
আজ সেটাই ব্যথা।


মানুষ আমরা বুঝতে চাই না
কোনটা ভাল-মন্দ;
আনন্দ দেয় থাকলেই হলো
ওই একটুখানি ছন্দ।


অতীত গেছে, বর্তমান আছে,
ভবিষ্যতের দিকে চেয়ে;
দিশাহীন আজ আমরা সবাই
যাচ্ছি স্রোতে বয়ে?


২৫ শে ফাল্গুন,১৪২৯,
ইং ১০/০৩/২০২৩,
শুক্রবার সকাল ৯:০৮।  ১৯৪৫, ১৩/০৩/২০২৩।


এই কবিতাটা প্রিয় কবি বন্ধু শ.ম . শহীদদের  নামে উৎসর্গ  করলাম ।