অশুভ শক্তি ক্ষমতায় এলে
জনগণ কষ্ট পায়;
অসম বন্টন আনে অনটন
কুচক্রীর হয় জয়।


আর দুর্ভিক্ষে আসে মহামারী
অস্থিরতায় ভোগে দেশ;
ভালো-মন্দ ও সত্য-মিথ্যায়
সবই হবে শেষ।


আগুন নিয়ে খেলতে গিয়ে
আগুনেই পুড়ে মরে;
অজ্ঞানীর যে জ্ঞানের অভাব
লাগবেই আগুন ঘরে।


নিজে মরবে পরকেও মারবে
এতেই আনন্দ পায়;
দেশের মানুষ ভাবো এবার
কারে আনবে ক্ষমতায়?


দেশের সব সম্পদ জনগণের
একক ভোগ্য নয়;
সাম্যের শাসন হলে পরেই
মানবতার হবে জয়।


৪ ঠা ফাল্গুন, ১৪২৮,
ইং ১৭/০২/২০২৩,
শুক্রবার বেলা১২:৫০। ১৯২২, ১৮/০২/২০২৩