রাজার পাপে প্রজা ভোগে
দেখি আমরা বারে বারে;
আমেরিকার সব প্রেসিডেন্টরা
হয় উদ্ধত ক্ষমতার জোরে।


পৃথিবীতে উগ্রপন্থার স্রষ্টা ওরা
এই ইতিহাস জানে সবাই;
পাকিস্তান আফগানিস্তান ধ্বংস হলো
সেই উগ্রপন্থার পরিণতি তাই।


ভিয়েতনাম জাপান ইরাক ইরান
আমেরিকা রেখেছে জ্বলন্ত প্রমাণ;
অন্য দেশের সম্পদ নিজের করতে
হারিয়েছে ওরা ঐ মনুষ্যত্বের মান।


শকুনের দৃষ্টি এমনই বুঝি
এবার চোখ ইউক্রেন তাইওয়ান;
মরে মরুক ওই দেশের মানুষ
সুযোগ সম্পদ নিজের চান।


অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে
আর দিয়ে অর্থ বল;
প্রতিবেশীর সাথে যুদ্ধ বাঁধায়
এটাই ধনতন্ত্রের কৌশল।


পাপের জ্বালায় ওরাও জ্বলে
সবই প্রকৃতির রোষের ফলে;
ঘূর্ণিঝড়ে আর বরফের ঝড়ে
ওই দেশের ধ্বংস এলো বলে।


তবু শিক্ষা হয় না ওদের
বলতো আর কতদূর যাবে?
লোভে পাপ আর পাপে মৃত্যু
ওই সেটাই বুঝি হবে।


১২ ই ফাল্গুন, ১৪২৯,
ইং  ২৫/০২/২০২৩,
রবিবার বিকাল ৪:০৪। ১৯৩২, ২৮/০২/২০২৩।