দেখ কুরুক্ষেত্রের যুদ্ধ হেথা ওই চলছে অবিরত
ক্ষমতার লড়াই অর্থের লড়াই এটাই যেন ব্রত।
কুরু-পান্ডবরা যুদ্ধ করে আর মরে উলুখাগড়া
কেউবা হেথায় ইন্ধন জুগায় কেউবা দেয় বাগড়া।


মানব ধর্মের নিয়ম কানুন সব ভুলে যায় ওরা
নিজের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, জ্ঞানের ভাণ্ডার ভরা।
মিথ্যা কথা বলতে ওদের কষ্ট হয়না মোটে
বাঁধায় ধর্মে বর্ণে হানাহানি একসাথেতে জুটে।


মানুষ বলব কারে বলো - কজন মানুষ আছে?
মনুষ্যত্ব টাই হারিয়ে গেলে মানুষ নামটাই মিছে।
অন্যায়কে ন্যায় বানিয়ে ওদের সকল খেলা চলে
গর্বভরে তারাই আবার নিজেদের জ্ঞানীগুণি বলে।


স্বর্গসম এই ধরাটা নরকের ওই দাবদাহে  জ্বলে
জ্ঞানের আলো নিষ্প্রভ হয় ওদেরই কর্মফলে।
সত্য পথের পথিক যারা মনে তারাই কষ্ট পায়
সনাতনী এই জগতের ধারা কেমনে বেঁচে রয়?


কুরু মরবে, পান্ডব মরবে আর মরবে ধরার মানুষ
ধ্বংসের হাওয়া যখন বয় থাকে না কাহারও হুস।
হবে মহাশ্মশান চারিদিকে সেই মরুভূমির মতো
আর নিশ্চিহ্ন হয়ে যাবে আছে প্রাণের আবেশ যত।


চেতন-মনা আছো যারা থেকো না আর দূরে
রুখতে গেলে এই মহাধ্বংস দাড়াও এবার ঘুরে।
বাঁচবে ধরা, বাঁচবো আমরা,সাথে বাঁচবে ভবিষ্যৎ
তবেই বন্ধু কেটে যাবে ঘন আঁধার ভরা রাত।


২৯শে বৈশাখ, ১৪৩০,
ইং ১৩/০৫/২০২৩,
শনিবার রাত ১১:২৪। ২০০৯, ১৬/০৫/২০২৩।