থাকবে না সুন্দর চিত্ররূপ
আর ক'দিন পরে;
হারিয়ে যাবে প্রকৃতি থেকে
গোষ্ঠী স্বার্থের ঘোরে।


আমরা শুধু রইবো পড়ে
ওই শুষ্ক মরুভূমে;
চোখের জলে ভালোবেসে
জন্মভূমি চুমে।


মায়ের শীতল বক্ষ তপ্ত হবে
দেখব শুষ্ক বালুচর;
এমনি করেই নিজ কৃতকর্মে
পুড়বে আপন ঘর।


চোখের জলে মুখের জলে
ভাসব সবাই ওরে;
দাঁড়িয়ে এই মায়ের বুকে,
বক্ষ আঁকড়ে ধরে।


২৪ শে  জ্যৈষ্ঠ, ১৪২৯
ইং ০৮/০৬/২০২২,
বুধবার বেলা ১১:২৪।  ১৭১৮,  ২২/০৬/২০২২