প্রভাত থেকে সেই অস্তবেলা
পথটা নয় হেলাফেলা;
জীবনটা এত ছোট নয় যে
ধরে নেবে একটা খেলা।


হাসতে হবে কাঁদতে হবে
নানান বাঁধা আসবে নেমে;
কোথাও আবার ছুটতে হবে
কোথাও আবার যাবে থেমে।


অজানা ঐ পথের মাঝে
দ্বিধাদ্বন্দ্বে কাটবে সাঁঝে
আলো ফুটলে নতুন'করে
নামতে হবে আবার কাজে।


সমাপ্তির বাঁশি না বাজালে
কোথাও থামার উপায় নাই;
কষ্ট হলেও চলতে হবে
অভিষ্ঠতটাই যে আসল ঠাঁই।


২০শে ফাল্গুন, ১৪২৯,
ইং ০৫/০৩/২০২৩,
রবিবার বেলা ১১:১০। ১৯৪০, ০৮/০৩/২০২৩।