আছি আমরা নেশার ঘোরে
মুক্তি পাব কেমন করে?
দেব দেবতা পারবে না ভাই।
মুক্তি দিতে এই সবারে।


বিশ্বে যখন মৃত্যু মিছিল
এসেছে কেউ উদ্ধার করতে?
তবুও আমরা বিশ্বাস করি
ওদের নামেই যাবো বর্তে।


বলতে পারো এই জগতে
কে দেখেছে আল্লাহ ঈশ্বর ভগবানে?
মানুষই আসে মানুষের দুঃখে
ওই আত্মার সাথে আত্মার টানে।


মিথ্যে নিয়ে খেলোনা আর
ওই মনের সাথে লুকোচুরি?
সত্য আছে চেতনার মাঝে
পেতে পারো হৃদয় ঘুরি।


সকল উত্তর পেয়ে যাবে
প্রশ্ন কর নিজের কাছে?
তুমি তোমার আসল শিক্ষক
আলোর দিশা চেতনায় আছে।


পরের কথায় নাচতে গেলে
দ্বিধাদ্বন্দে সব যায় জড়ায়ে;
জীবের জন্ম মৃত্যু পরম সত্য
পারবে কেউ দিতে ঘুরায়ে?


সূর্য ওঠে আবার অস্ত যায়
সেই সনাতনের নিয়ম হেথায়;
প্রকৃতির গতি এই  বিশ্বজুড়ে
দেখি মনুষ্যত্ব আর মানবতায়।


মিথ্যা ছেড়ে ওই সত্য ধরে
আত্মার সাথে আত্মায় মিলে
থাকবে না ভয় মানুষের আর
পরকে আপন করতে পারলে।


দেব-দেবী এই মানুষ আমরা
কেন খুঁজবো হাওয়ার মাঝে?
আঁখি মেলে দেখো চারিদিকে
তোমার সাথেই তাঁরা আছে।


৫ ই ফাল্গুন, ১৪২৯,
ইং  ১৮/০২/২০২৩,
শনিবার সন্ধ্যা ৫:৩৯।