অতীতের সেই সবুজ স্মৃতি,
           আজ ধূসরতর হলো;
গোধূলি লগনে মলিন আলোতে,
         কি পেলাম তুমি বলো?


ক্রমে ক্রমে আঁধার নামিবে,
             অফুট প্রদোশকাল;
গঙ্গার পারে বসি আনমনে,
          বুঝি কাটিল ছন্দতাল।


কোথায় ছিলাম? কোথায় যাবো?
            কোন সে সীমানায়?
আপন হারা, অচেতন মনে,
             হৃদয়ের বেদনায়।


না যদি পাই অকূলে কূল,
             গভীর অন্ধকারে;
কেমনে জ্বালাবো প্রাণের প্রদীপ,
         কে আমায় দেবে বলে?


হাত ধরে নেবে কি আমায়?
          দেবে কি পথের দিশা?
তমসা ঘেরা হৃদয় মাঝারে,
          কাটিবে কি আঁধার নিশা?


১৪ই শ্রাবণ, ১৪২৪,
ইং ৩১/০৭/২০১৭,