অসীম জ্ঞান সমুদ্রে অনন্ত যাত্রা
নাই শেষ নাই মাত্রা।
উচ্ছল তরঙ্গ মাঝে চেতনা খোঁজে
লাগে জীবনের কাজে।


জ্ঞান সমুদ্রের তীরে ভাবনার গভীরে
জ্ঞানীদের পায়েচারি অধীরে।
কাব্যিক চেতনা ওই নয় শুধু উন্মাদনা
থাকে অন্তরে সংস্কারের বেদনা।


ভাবছি সবাই, দৌড়াচ্ছি সম্মুখ পানে
আসলেই তাহা নয়;
কালো গহ্বরের টানে আজ দেখি সবাই
সেই পশ্চাতে ধায়।


কোথায় চেতনা আর কোথায় উচ্ছলতা
কোথায় জ্ঞানের ভান্ডার?
সেই আলোহীন দিশা কাটে নাই নিশা
দেখি চারদিক অন্ধকার।


জ্ঞানের স্ফুরণ পারে করিতে অনুকরণ
তাহা ছাড়া উপায় তো নাই;
মৌল মতবাদের ঝড়ে ধুলাবালি উড়ে
আঁধারে আলো কোথা খুঁজে পাই?


১৯শে পৌষ, ১৪৩৯,
ইং ০৫/০১/২০২৪,
শুক্রবার সকাল ৭:৪৬। ২২৩৯, ২০/৪৮, ০৬/০১/২০২৪।