কোন সুখে ওই সুখ খুঁজিস
কঠিন ধরার মাঝে;
বালি মাটি হেথায় পাথর হলো
প্রেমহীন সব কাজে।


গল্প কবিতায় শুনি প্রেমের কথা
শুধুই মুখে মুখে;
মুখ বুকের পার্থক্য ঘোচেনি তবু,
এতো কষ্টে,  দুঃখে!


শুনি কথায় কথায় প্রেমের বুলি
বলতে ভালো লাগে;
ঐ নিজের বুকের নিজের কথা
কজনের চিৎচেতনে জাগে?


প্রেম যে কুহক তাই মনে হয়
জ্বলে পরকে জ্বালায়;
বুকে  মুখের, ওই পার্থক্যটা
কবে নেবে বিদায়?


সুন্দর প্রকৃতি আরও সুন্দর হবে
গান, গল্প, কবিতায়;
কবি, লেখক, গায়ক, শিল্পী হবে
এসে স্বর্গীয় ভাবনায়।


চাইতে পারি আমরা অনেক কিছুই
দেবার মালিক কে?
যদি না জাগে সেই  মানব চেতনা
সবাই ধ্বংস হব যে।


২ রা আষাঢ়, ১৪২৯,
ইং ১৭/০৬/২০২২,
শুক্রবার রাত ৭:৩৭। ১৭৩৯, ১৪/০৭/২০২২।