পারিনা ভুলতে যাহা শিখি
ওই শৈশব,কৈশোর যৌবনে?
আল্লাহ, ঈশ্বর, ভগবান বলো
সবই বড়দের বিশ্বাসের টানে।


কেউ শিখিয়েছে বোধি বুদ্ধ
কেউ বলেছে ওই ভগবান;
কেউ শিখিয়েছে যীশুর গড
কেউ বলেছে আল্লাহ রহমান।


জীবন দিয়ে বুঝতে হবে
জন্ম মৃত্যুর একই মান;
কবর দেওয়া, পুড়িয়ে ফেলা
ঐ পার্থক্যটা কোথায় পান?


আমরা মানুষ এই জগতে
জন্ম নেই মায়ের কোলে;
জন্মভূমি খাবার জোটায়
শস্যের ক্ষেত হাওয়ায় দোলে।


কোন মতবাদ বড় বলবো
আর কোন মতবাদ ছোট?
সবই যে ভাই প্রকৃতির দান
তুমি ধরায় ফুল হয়ে ফোটো।


১৫ ই শ্রাবণ, ১৪২৯,
ইং ০১/০৮/২০২২,
সোমবার রাত ১০:০৭। ১৭৫৮, ০১/০৮/২০২২,