গল্প থেকে বাস্তবে যাওয়া
কবি যে সত্যের শিরদাঁড়া;
সত্যকে বুকে জড়িয়ে নিয়ে
দেয় মানুষের কাছে ধরা।


কবির চলন কবির বলন
ওই কবির মনের কথা;
বাস্তবে জগত বস্তু নির্ভর
কবি প্রকাশে মনের ব্যথা।


আসে সুখ আসে দুখ
আসে তাহা নানান ভাবে;
অন্তর দিয়ে বুঝতে চায়
কবি মেনেছে হার কবে?


মিথ্যেকে কবি মিথ্যা বলে
আর সত্য তাঁহার প্রাণ;
মিথ্যার ঠাই নাইরে হেথা
ঐ করিতে মানুষকে ত্রাণ।


২০শে জ্যৈষ্ঠ, ১৫৩০,
ইং ০৪০৬২০২৩,
রবিবার বেলা ১:১৬।