হবে কবি সত্য পথের পথিক
অসৎ পথের হবেনা শরিক।
তবেই মূল্য রবে চিৎচেতনার
কোন বিভেদ থাকবে না আর।


মানবতা সাম্যবাদের মূল মন্ত্র
মানুষের কল্যাণের এটাই যন্ত্র।
সত্যের পথ বড়ই কঠিন
আনতে হবে সেই সুদিন।


আমরা যারে কবি বলি
খুঁজবে না সে কানা গলি।
আলোর পথে চলতে গিয়ে
যাবেনা কভু আর হারিয়ে।


হবে পূজ্য তাঁরা সবার কাছে
কবি হওয়ার শর্ত এটাই আছে
এই শর্ত ভাঙ্গা কভু যায় না
ভাঙলে তাঁরা মানুষ হয় না।


ওই দৃঢ়চিত্তে কঠিন পথে
এগিয়ে যাবে জীবন রথে
তবেই সার্থক কবির জীবন
জিততে হবে কঠিন সে রণ।


১২ ই মাঘ, ১৪২৯'
ইং ২৭/০১/২০২৩,
শুক্রবার রাত ১১:১৫। ১৯০৩, ৩০/০১/২০২৩।