ধর্ম, মতের ঊর্ধ্বে কবি
আঁকে তারা সত্যের ছবি।
এই প্রকৃতিকে ধর্ম ধরে
জ্বালায় আলো কষ্ট করে।


সেই আলোতে চেতন ফেরে
রাখে যারে অচেতনে ঘিরে।
কবি নামের কলঙ্ক তারা
ব্যক্তি স্বার্থে মাতে যারা।


ব্যক্তি মতের গুনো কীর্তন
পশ্চাতে টানে ছেড়ে বিবর্তন।
মানুষ যদি পিছনে ধায়
নবীন কিরণ কেমনে পায়?


সাগর থেকে স্থলের সৃষ্টি
সেটাই ওই কালের কৃষ্টি।
নতুন নতুন দেশের উদ্ভব
জীবজগতের তাই কলরব।


জীবন আগে মনে কর
মতটা তাহার পরে ধরো।
ব্যক্তি স্বার্থে মতের সৃষ্টি
দেখো জগতে দিয়ে দৃষ্টি।


সত্যের কাছে মিলবে ঠাঁই
ওই মিথ্যা আনে সর্বনাশটাই।
হেথায় জ্ঞানীগুণী তারাই হবে
যারা মানবহিতে ব্যস্ত রবে।


একেই বলে কবির দর্শন
রুক্ষ মরুভূমে আনতে বর্ষণ।
আর শস্যশ্যামল হবে ধরা
মিলিয়ে যাবে সুখের খরা।


৭ই ভাদ্র, ১৪২৯,
ইং ২৪/০৮/২০২২,
বুধবার বিকেল ৩:৫০। ১৭৬১, ২৬/০৮/২০২২