কবি হবে সত্য পথের পথিক
ধর্ম, মতের উপর;
আর মানব ধর্ম বজায় রাখতে
লড়বে হয়ে সবার।


হলে চেতনায় ওই অন্তঃসত্ত
তাকেই বলি কবি;
মানুষের মঙ্গলে তুলে ধরে
তাঁহার মনের ছবি।


হিংসা দ্বেষ,  ভেদ, ভেদাভেদ
থাকবে না তো কিছু;
তাঁরা ন্যায় অন্যায় অন্তরে ধরে
করে না মাথা নিচু।


কবিরা দেখায় পথের দিশা
ওই সামাজিক দুর্যোগে;
নাহলে জাতি অসহায় হবে
পরাধিনতায় ভুগে।


স্বাধীন চিন্তা স্বাধীন ভাবনা
ব্যক্তি বিশেষের নয়;
সমাজ জাতির কঠিন দায়
কাব্যিক শক্তিই বয়।


আমরা যেন ভুলে না যাই
এলে কঠিন অবক্ষয়;
কাব্যিক চেতনা রুখে দাঁড়ায়
পায়না মরণে ভয়।


ওই চেতনাই কবিদের শক্তি
কলম অসির মতো;
সকল শত্রুদের ধ্বংস করেই
শান্তি তাঁদের যত।


লড়াই লড়াই মানুষের লড়াই
বিবেক বোধের সাথে;
আর মননগর্ভে লড়াই করে
কবিরা সদাই জেতে।


৮ই ভাদ্র, ১৪২৯,
ইং ২৫/০৮/২০২২,
বৃহস্পতিবার বিকেল ৫:২১। ১৭৮১, ২৭/০৮/২০২২।