কবি ও কবিতা
      -চিত্ত রঞ্জন সরকার,


কবিতা মনের মর্মকথা,
    একটা ব্যথার হাজার কথা;
         গল্প বলি যথাতথা।


রূপভেদে রূপায়নে-
       কঠিন সব চিন্তা আনে;
নানান জড়, নানান জীবন,
      সবার কথাই হৃদয় টানে।


কবির ভাবনা ছড়িয়ে দিতে,
            ত্রি জগতে;
ছন্দবদ্ধ এই প্রকৃতি-ছুটে চলে
           আপন মতে।


সীমাহীন ঐ সাগর পারে,
       অস্তাচলে প্রভাত রবি;
ব্যথার ব্যথা তাই যে বলে,
      প্রাণের কথা স্রষ্টা কবি।


ডুব দিলে অতলতলে,
       মনিমুক্তা মিলতে পারে;
অফুরান্ত মনের খনি,
     ধীরে ধীরে তাই তো গড়ে।


আমার চাওয়া, তোমার পাওয়া,
অতি ক্ষুদ্র দেওয়া নেওয়া,
        সব হারাবে সত্য-লোকে;
বিশ্বনিখিল চারন ভূমি,
তাই তো-কবি মহান তুমি,
         আমাদের এই ইহলোকে।


মিথ্যা দিয়ে গল্প শুরু-
পরাণ কাঁপে দুরু দুরু,
   চেয়ে দেখ-আলোর উৎস সবিতা;
আমার তোমার মনের কথা,
অন্তরের সেই গোপন ব্যথা,
    সেই তো- কবি মনের কবিতা।


২০শে জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ০৪/০৬/২০১৭,
রবিবার, সকাল ১০টা।