ছোট্ট জীবন ছোট্ট আয়ু
জীবন ছোট্ট সীমায় বাঁধা;
সবাই মিলে থাকবো বেঁচে
হয়ে ওই কৃষ্ণপ্রেমের রাধা।


কিসের ধর্ম, কিসের জাত,
কেন ঐ বর্ন বিদ্বেষ নিয়ে?
ওই স্বার্থান্বেষী কিছু মানুষ
সমাজ তাতিয়ে তুলছে বিষে?


স্বচ্ছ আলোয় তাকাও মানুষ
দেখো তাকিয়ে স্বচ্ছ চেতনায়;
আমরা সবাই মানুষ প্রথম
এই জীবন সংগ্রামের বেদনায়।


সবাই মিলে লড়তে হবে
এবং জিততে হবে তাই;
সুখ দুঃখ আর হাসি কান্না
তাতেই যেন আনন্দ খুঁজে পাই।


ফুরিয়ে যাবে একদিন সব
আসবনা আর কখনো ফিরে;
শেষের দিনে সবাই থাকবে
এই অসার দেহ ঘিরে।


২৫শে পৌষ,১৪৩০,
ইং ০৮/০১/২০২৪,
সোমবার বেলা ১১:৪২। ২২৪২, ২০/৫০, ০৯/০১/২০২৪।