সে আসবে বলে কথা দিয়েছিল,
           কিন্তু আসেনি;
সে আমায় ভালবাসবে বলেছিল,
            কিন্তু বাসেনি।


সে আমায় ব্যথা দিয়েছে,
       ব্যথা পেয়েও কাঁদিনি,
        আমি শুধুই হেসেছি।
মনে মনে একটা ঘর বেঁধেছিলাম,
ঘরটা ফুলে ফুলে সাজাতে পারতাম-
              কিন্তু পারিনি।


হঠাৎ কালবৈশাখী ঝড়ে-
সব উড়িয়ে নিয়ে গেল।


আমার স্বপ্নের ঘরটা অনেক খুঁজেছি,
               খুঁজে পাইনি।


একাকী রাতের আঁধারে-
    খোলা মাঠে বসে,
       শত তারার মাঝে,
       নীল আকাশের পানে চেয়ে-
         তারে খোঁজার চেষ্টা করেছি,
                      খুঁজে পাইনি।


চোখ ঝাপসা হয়ে এসেছে,
যখন সম্বিৎ ফিরে পেলাম দেখি-
চোখের জলে বুক ভেসে যাচ্ছে।


বসন্ত আসবে বলে ভেবেছিলাম,
          কিন্তু বসন্ত আসেনি।


২৫শে বৈশাখ, ১৪২৪,
ইং ০৯/০৫/২০১৭,
মঙ্গলবার, সন্ধ্যা ৭.৩০।