আমার বলে ভাবছি যাহা।
কিছুই আমার নয়;
সবই রেখে যেতে হবে
এটাই প্রাণের ভয়।


আশা ভরসা যাহা কিছু
সবই ক্ষণিক তরে;
তবু ভাবি সবই আমার
এই ধরার পরে।


দিন ফুরালে রাত্রি আসে
দেখি আঁধার চারিধার;
একা একা বসে ভাবি
বলতো কে কার?


এটাই বাস্তব এটাই জগত
মোহ ঘিরে রাখে;
সময় এলেই যেতে  হবে
সব কিছু ফেলে।


২৪ শে মাঘ, ১৪২৯,
ইং ০৮/০২/২০২৩,
বুধবার সকাল  ৮টা । ১৯১৫, ১১/০২/২০২৩।