আনরে তোরা কার কি আছে,
      দিবি বোলে আমার কাছে;
সব যে আমি নিয়ে যাব,
      মাথায় করে তাঁহার কাছে।


বলবো আমি-যা পেয়েছি ,
সব কুঁড়িয়ে তাই এনেছি,
       দিতে তোমার চরণ তলে;
আপন করে নেও না তুলে,
অনেক কিছুই দেয়নি ভুলে,
   ঠাঁই পেতে চাই তোমার কোলে।


দৃষ্টি মধুর সৃষ্টি ধারায়,
তোমার কাছে হাতটি বাড়ায়,
      পরশমনি পাবার আশায়;
ভুলে যাও- ভুলের ভুলে,
নেওনা তুলে আপন কোলে,
      তোমার স্নেহ ভালবাসায়।


ধন্য হবো আমরা সবাই,
যদি একটু স্নেহ-তোমার পাই,
     বসে থাকা সেই ভরসায়,
     মন ভরবে, ক্ষুদ্র আশায়।


১৮ই আষাড়,১৪২৪,
ইং ০৩/০৭/২০১৭,