জীবন শুরু জন্ম থেকে
মৃত্যুতে শেষ তাই;
আনন্দ দুঃখ হাসি কান্না
সবই আমরা পাই।


শুরু শেষের এই খেলা
খেলতেই যায় বেলা;
হীরা মানিক সব ফেলে
অজানার পথে চলা।


বুঝি নাই সময় থাকতে
এসে অসময়ে বুঝি;
জীবন পাখি ডানা ঝাপটায়
পথের দিশা খুঁজি।


মুক্ত আলোয় সময় থাকতে
তাকাইনি চক্ষু মেলে;
আঁধার রাতে এসে এবার
হলাম যে এলেবেলে।


প্রাণের কথা সত্য কথা
এখন কেন বলি?
চোখের জলে বক্ষ ভাসে
খেলি এ কোন হোলি?


২রা পৌষ, ১৪২৯,
ইং ১৮/১২/২০২২,
রবিবার সকাল ৮:৫৪। ২২২২, ১৭/০৯, ১৯/১২/২০২৩,