জীবন নয় বাণী, নয়- এ মতবাদ,
কোথা তাঁর মূল? কোথা তাঁর পথ?
বিশ্ব সৃষ্টির প্রাক কাল হতে,
কি-প্রস্তুতি ছিল তাঁর মতে?

তারপর শুরু সেই পথে চলা,
অনুমানে সব যত কথা বলা।

এই মূল- এতো মূল নয়,
মূলের খোঁজে যেতে হবে দূরে,
আদি মূলের সেই স্রষ্টার সভায়।

নানা জনে, নানা কথা বলে,
      তাই মানুষের নানা মত;
মত ও পথের বাঁধন কোথায়?
        জানা নাই সেই পথ।

দর্শন ছাড়া উপায় যে নাই,
আঁধারে অন্ধ চলিবে মন্দ,
খুঁজিবে চেতনার আলো তাই।

কঠিন পথের বাঁধা পেরিয়ে,
ভাবনার জালে যাবে যে জড়িয়ে;
ছিড়িতে হবে ভাবনার জাল,
ধীরে অতি ধীরে চেতনা বাড়িয়ে।

সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম চেতনার আলো,
পৌছাবে একদিন ঐ আলোর ঠিকানায়,
     সেই রূপময় রসের অনন্যতায়।

ঐ যেন কার পায়ের ধ্বনি,
           শুনিতে পাই যে পথে;
কেউ আসছে  যেন আসছে—
          চড়ে ঐ চেতনার রথে।

১১ই আশ্বিন, ১৪২৪,
ইং ২৮/০৯/২০১৭,
বৃহস্পতিবার, সকাল ১০.৩০মিঃ ।