দিন আসে দিন যায়
রাতের পরে রাত;
অথৈ জলে পড়লে পড়ে
কেউ থাকেনা সাথ।


পাপের পরে পূণ্য আসে
দুঃখের পরে সুখ;
দেশের মঙ্গল চাইবার মতো
পাইনা কোন মুখ।


ধ্বংসের পরে সৃষ্টি আসে
আঁধারের পরে আলো;
একটা মানুষ দেখাও তুমি
চায় আমাদের ভালো।


সম্মুখ পানে তাকায় না ধর্ম
পিছন পানে চায়;
বর্তমানের পরে আসে ভবিষ্যৎ
বিজ্ঞান নেয় দায়।


দায়ের কথা শুনলে পরেই
মুখটা হয় কালো;
ঐ জপ-তপে থাকলে পরেই
হবেই নাকি ভালো।


দেখো মরছে মানুষ চারিদিকে
কি করছে ভগবান?
মস্তানরা সবাই মস্তিতে থাকে
ভেঙে উন্নতির সোপান।


১০ই পৌষ, ১৪২৯,
ইং ২৬-১২-২০২২
সোমবার সন্ধ্যা ৫:১২। ১৮৭৭, ০৪/০১/২০২৩।