হিংসায় হিংসায় জর্জরিত
মানুষের বিবেক বোধ;
কে বাঁচল কে মারলো?
কে করবে তাহা রোধ?


ওই ধণতন্ত্রের বলি আমরা
আছি যূপ কাষ্ঠে চড়ে ;
তবু চেতনা ফিরছে না তো
সবাই ব্যক্তি স্বার্থের ঘোরে।


আমার আমার করে মরি
সেই বাঁচার লক্ষণ নাই;
আত্মবিশ্বাস কোথায় পাবো
কোথায় সেই চেতনা পাই?


মরে আমরা বেঁচে থাকি
কেন শত্রুর পায়ের তলায়?
বাঁচার রসদ কেউ দেবে না
সেই নরম সুরে বলায়।


ছিনিয়ে সব নিতেই হবে
ওই আজ কিংবা কাল;
ওদের জারিজুড়ি ভাঙতে হবে
তবেই ফিরবে মোদের হাল।


৩০শে আশ্বিন,১৪৩০,
ইং ১৮/১০/২০২৩,
বুধবার সকাল ৯:৪৪। ২১৬৩, ১৯/১৭৭, ২০/১০/২০২৩।