কে হিন্দু? কে মুসলিম? কে বৌদ্ধ খ্রিস্টান?
জীবনকে খানিকটা সময় মৃত্যু করেছে দান।
হাতে লয়ে ভিক্ষার ঝুলি আমরা ঘুরি
সাঙ্গ হলে ধারের কড়ি বিদায় নেই সকল ছাড়ি।


দিল খোলা সাদা বকের মত
অসীম পানে যাই উড়ি।
রঙিন জীবন সাদায়- হয় যে বিলীন
ধুয়ে মুছে দেয় হয়ে মুক্ত মলিন।


তবুও কি বুঝতে পারি আমরা যারা জ্ঞানী গুণী?
সেই চেতনা আসবে কবে মৃত্যুর কাছে আমরা ঋণী।
জাগো হৃদয় জাগো এবার
বুঝি এল সময় চিত চেতনায় পূর্ণ হবার।


তবেই মৃত্যুকে জয় করবো মোরা
ছুটিয়ে দিয়ে এই জীবন ঘোড়া ।
যাবে মুছে আঁধার ঘোর
প্রভাত আলোয় খুলিবে দোর।


কে আমি আর কে তুমি?
চিনবো সবাই হৃদয় ভূমি।
মুছিয়ে দিয়ে মনের কালো
হৃদয় কোণে জ্বলবে আলো।


ধর্ম জাতের বিভেদ মুছে
অতীতটাকে ফেলে পিছে
এগিয়ে যাও এবার সবাই
সাম্যের বার্তা ছড়িয়ে তাই।


সুপ্রভাত।
৩০শে  ভাদ্র '১৪২৯'
ইং ১৬/০৯/২০২২,
শুক্রবার সকাল ৯:০৮। ১৭৯৯, ১৮/০৯/২০২২।