জীবন সংগ্রামে যাদের ভয়
তাঁরাই অতীত নিয়ে পড়ে রয়।
অজানা জ্ঞানসমুদ্র পাড়ি দিতে
ওই থাকে শুধুই চেতনার দায় ।


কুয়ার ব্যাঙ ওই যে তাঁরা
সংস্কারে ঘেরা থাকে ওরা ।
নতুন ভাবনায় তাইতো ভয়
তাই কেমনে করবে বিশ্বজয়।


খাওয়াশোয়া সন্তান উৎপাদন করা
এটাই তাদের মুখ্য পাওয়া।
সমাজ সংসার গোল্লায় যাক
ওদের যৌন লালসা ঘরে থাক।


এটাই ওদের মন মানসিকতা
থাকে পরের ধন চোষার বার্তা।
তাই ধর্মের ভয় মৃত্যুর ভয়
ওদের প্রচারে অহরহ রয়।


থাকে ওরা মিথ্যাকে ঘিরে
আরোপ লাগায় সত্যের পরে।
আর সত্য যখন আসে ফিরে
পালায় পশ্চাতে ধীরে ধীরে।


এটাই পাপীর পাপের ফল
চিরদিন সত্য থাকে অবিচল।
ওদের ভাবনা ওদের চিন্তা
করে ঐ পদ্মপাতায় টলমল।


২৬শে পৌষ, ১৪৩০,
ইং ১২/০১/২০২৪,
শুক্রবার বেলা ১০:৪৩।২২৪৬, ২০/৬২, ১৩/০১/২০২৪।