ওই বন্ধু যদি বন্ধু হয়
তাহলে আর থাকে না ভয়;
বন্ধু সেজে শত্রু এলে
তাহারে যে চেনা দায়।


সমাজ জীবন বড়ই কঠিন
ব্যক্তিস্বার্থের খেলা চলে;
খেলতে খেলতে সময়ে গেলে
জ্ঞানীরা তখন পাগল বলে।


চিনতে হবে বুঝতে হবে
তবেই তুমি রক্ষা পাবে;
বিচারবুদ্ধি হারিয়ে গেলে
ওই অতলে তলিয়ে যাবে।


অচেনা ওই চলার পথে
বাঁকে বাঁকে থাকবে বিপদ;
আর স্বচ্ছ দৃষ্টি না থাকলে
থেমে যাবে জীবন রথ।


২৩ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৭/০৬/২০২২,
মঙ্গলবার রাত ১০:৫২। ১৭১৬, ২০/০৬/২০২২।