উজান ঠেলে পারিনি তো যেতে
মনে দুঃখ কিছু নাই;
করোনার পর এই মিলন মেলা
শুধুই আনন্দটা চাই।


ক্ষোভ দুঃখ সবই ব্যক্তি স্বার্থ
এই জগতে দেখি;
তাই যদি হয় কবির ভাবনা
কেমন করে লিখি?


সব ভুলে তাই চলতে চাই
সবাই মিলে মিশে ;
আর বন্ধু বলে মেনে নেব
কাঁথিতে সবাই এসে।


আত্মার সাথে ওই আত্মার বন্ধন
থাকুক অটুট হয়ে;
কবিরাই তো জগতে পথ দেখায়
ভাবনার বোঝা বয়ে।


ওই স্বচ্ছ হোক সুন্দর হোক
ভাবনার জগত সবার;
আর এই জগতে ছড়িয়ে আলো
দীপ্তি ছড়াক আবার।


২৩ শে শ্রাবণ, ১৪২৯,
ইং  ০৯/০৮/২০২২,
মঙ্গলবার বেলা১০:৪৩। ১৭৬৯, ১৩/০৮/২০২২।