কৃষ্ণ কাঁদে রাধা বিহনে
কেমনে কাটবে রাত?
দিনের পরে রাত্রি আসে,
থাকবেনা তাঁর সাথ।


দ্বাপরের পরে কলি এলো
বয়স তো অনেক হলো;
মানব-মানবীর মিলন লাগি,
আজও ব্যাকুল তবে কেনো?


হিয়ার মাঝে দ্বাপরের ছবি,
দেখি আজও সমুজ্জ্বল
কামহীন প্রেমের গৌরবগাথা,
তাহা হয়নি অনুজ্জ্বল।


মানুষ কৃষ্ণ দেবতা হল,
আর পূজিত সর্বজনে;
প্রেমের কথা উঠলে পরে,
ওরা উঠে আসে গানে।


কাম কামনায় ওদের গান,
পথের দিশা দেখায়;
চোখের জলে তাঁদের পরশ,
মানুষকে প্রেম শিখায়।


২৫ শে জৈষ্ঠ্য,১৪২৮,
ইং ০৯/০৬/২০২১,
বুধবার রাত ১১:১৫। ১৭২৬,  ০২/০৭/২০২২।